দেশের বড় অংশজুড়ে চলছে দাবদাহ। গরম বাতাস বইছে সর্বত্র। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম। বাইরে বের হওয়া লোকজন রোদ থেকে বাঁচতে হাতের কাছে যা কিছু আছে, তা দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছেন। কেউ গলা জুড়াচ্ছেন আইসক্রিম বা পানি খেয়ে। ছবিগুলো যশোর শহরের বিভিন্ন ম্থান থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রী ইলিয়াস সাজু।
ডাবের পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে এক নারী।মায়ের কলে চড়ে আখের রস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে এক শিশুরোদ থেকে বাঁচতে রিকসায় ছাউনি দিয়েছেন এক চালক।প্রয়োজন ছাড়া গরমে বাইরে বের হচ্ছে কম মানুষ। তাই ফাঁকা শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়।