নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে একই পরিবারের নারী ও শিশুদের মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে জসিম (৪১)। এই মামলায় পুলিশ আবু সাঈদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের রেজাউল সরদারের ছেলে।
মামলায় অপর আসামিরা হলো, সাঈদের স্ত্রী সাবিনা খাতুন (২৮), মৃত মোস্তফা বিশ্বাসের স্ত্রী চাহিনুর বেগম (৪৮) এবং জাহিদ হোসেনের স্ত্রী জিনিয়া (২৩)।
এজাহারে জসিম উল্লেখ করেছেন, আসামিরা তাদের প্রতিবেশি। গত ৫ জুন দুপুরে তার স্ত্রী নাছিমা খাতুন (৩৫) রান্না ঘরে রান্না করছিলেন। সে সময় আসামি চাহিনুর ও জিনিয়া খাতুন বাড়ির মধ্যে ঢুকে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে তার স্ত্রী গালিগালাজ করে চলে যায়। কিছু সময় পর ফের আসামিরা বাড়ির মধ্যে ঢোকে এবং তার স্ত্রীকে মারপিট করে। এতে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছোট ভাইয়ের স্ত্রী লাকি (২৬) এগিয়ে গেলে তাকেও মারপিটে জখম করে। সে সময় তার মা, বাবা ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও লাঠি সোটা, লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জসিম হোসেন গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বাড়ি থেকে আবু সাঈদকে আটক করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।