নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধে মামলা করার জের ধরে যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে হামলা ভাংচুর ও একই পরিবারের ৫ জনকে মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রমিজ উদ্দিন ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলো ঝাউদিয়া গ্রামের মৃত মুরাদ আলীর তিন ছেলে জিয়া (৪২), ইসহাক (৪৫), নিসার আলী (৫৫), একই গ্রামের ইসহাকের ছেলে আলমগীর (২৫), নিছার আলীর ছেলে বাবু (২৬), ফোকর আলীর ছেলে মাহাবুব (৪২) ও ইসহাকের মেয়ে ময়না বেগম (২৩)।
রমিজ উদ্দীন এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আসামিদের বিরোধে আদালতে মামলাও চলমান। এই নিয়ে আসামিরা প্রায় সময় তাদের খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২ ডিসেম্বর দুপুর ২টার দিকে আসামিরা একযোগে তার বাড়ির মধ্যে ঢোকে ও মামলা প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে।
এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। ছোট ভাই শাহিনুর প্রতিবাদ করলে তাকে মারপিট করে। সে সময় অপর ভাই বাদল হোসেন এগিয়ে গেলে তাকেও মারপিটে জখম করা হয়। ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম, ভাইপো টনি হাসান ছোট ভাই মিজান ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করা হয়।