নিজস্ব প্রতিবেদক
র্যাব-পুলিশের পৃথক অভিযানে যশোরে মাদকসহ ১১জনকে আটক করা হয়েছে। র্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই মিহির কান্তি হালদার জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পোস্ট অফিসের সামনে একতা ফটোকপির দোকানের ভেতর থেকে ১৭৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়। তারা হলো, শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় মাঠপাড়ার মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ মন্ডলের ছেলে শান্তি মিয়া শান্ত ওরফে মিজানুর রহমান (৩৩), চৌগাছা উপজেলার জিওলগাড়ী গ্রামের ফারুক উদ্দিনের ছেলে ইমাম হোসেন সাগর (২৩) এবং রাজাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে পাপ্পু মিয়া (২৫)। অভিযানের বিষয়টি টের পেয়ে চৌগাছা কলেজপাড়ার (বিশ্বাস পাড়া) হাফিজুর রহমানের ছেলে আশাদুল ইসলাম (৩৩) পালিয়ে যায়।
তিনি জানিয়েছেন, চৌগাছার তিনজন একটি মোটরসাইকেলে করে ওই ফেনসিডিল যশোরের নিয়ে আসে। তারা পোস্ট অফিসের সামনের একতা ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের দোকানের মধ্যে বসে ফেনসিডিল কেনাবেচা করছিল।
গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। দোকানের বাইরে রাখা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৮টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই মাহফুজুল হক জানিয়েছেন, গত শুক্রবার রাত ১টার দিকে বকচর এলাকার গোলপাতা মসজিদের পূর্ব পাশ থেকে ২১০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। তারা হলো, বকচর করিম পাম্পের পাশের বাবু মোল্যার ছেলে ভাষান (২৯), মৃত আব্দুল বারিকের ছেলে টুটুল হোসেন (২৭), বিহারী কলোনীর শাহ আলমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং মৃত আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন (২৯)।
সদর ফাঁড়ির পুলিশের এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নীলগঞ্জ সাহাপাড়া থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ টিপু (২৮) নামে এক কারবারিকে আটক করা হয়। টিপু বারান্দী মোল্যাপাড়া বাঁশতলার মুনসুর আলীর ছেলে।
চাঁচড়া ফাঁড়ির পুলিশের এএসআই এসএম তরিকুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের একটি কোচিং সেন্টারের সামনে থেকে ২০ পিস ইয়াবা, ১শ’ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রির ৩ হাজার ২৩০ টাকাসহ চিহ্নিত নারী মাদক কারবারী তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষাকে (২৩) আটক করা হয়। তিনি শহরের রায়পাড়া রেলপুকুর পাড় এলাকার কাজী তানভীর ইসলাম অন্তরের স্ত্রী।
ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে ঝিকরগাছা বাজারের একটি সুপার মার্কেটের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুইজন মদক কারবারিকে আটক করা হয়। তারা হলো, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মৃত মুরারী মোহন বসুর ছেলে কাশিনাথ বসু (৪৫) এবং নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মৃত অসিত সাহার ছেলে অনুপ সাহা (৩৮)।