নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দড়াটানায় অবস্থিত একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ভৈরব নদে সরাসরি বর্জ্য ও পয়ঃবর্জ্য ফেলার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই মালিকের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মামলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ)/৬(৩)/৭/৯/১২ ধারায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার সৌমেন মৈত্র। শুক্রবার সকালে তিনি যশোর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার ফারজানা ওহাব এবং গুরুদাস বাবু লেনের জিনাত আরা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, একতা হাসপাতাল দীর্ঘদিন ধরে তাদের ক্লিনিকের বর্জ্য ও পয়ঃবর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি ভৈরব নদে ফেলে আসছে। এতে নদে মারাত্মক দূষণের সৃষ্টি হচ্ছে এবং ভরাটের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।
২০২২ সালের ১৯ জুন অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নদীতে বর্জ্য ফেলা বন্ধে নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে জেলা নদী রক্ষা কমিটি বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
অধিদপ্তরের উপ-পরিচালক সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের প্রমাণ পায়। এরপর ২০২৪ সালের ৬ জুন পরিবেশ দূষণের দায়ে একতা হাসপাতালকে জরিমানা করা হয়।
গত বছর হাসপাতাল কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধান এবং ডিজইনফেকশন প্ল্যান্ট স্থাপনের জন্য তিন মাস সময় চেয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিবেশ অধিদপ্তর থানায় মামলা করে।