নিজস্ব প্রতিবেদক
অভয়নগর উপজেলার বহিস্কৃত আসাদুজ্জামান জনি নামে এক ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক-প্রকাশক একরাম-উদ-দ্দৌলা এবং ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সদস্য এহসান-উদ-দৌলা মিথুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া দুর্বত্তরা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মিথুনকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে প্রেসক্লাব যশোর।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সমাধানের যথেষ্ট উপায় ও সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র সেইসব নিয়ম নীতির তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া না হলে সাংবাদিক সমাজ ঐক্যদ্ধভাবে নিয়মাতান্ত্রিক পন্থায় তা মোকাবিলা করবে।