মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫ জনের মধ্যে পিতা-পুত্রসহ ৪ জনের নামাজে জানাজা এক সাথে অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় যশোর ২শ’৫০ শয্যা হাসপাতালে নিহতদের ময়না তদন্তসহ সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের মরদেহ গ্রামে আনা হয়। রাত ৮টার দিকে স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ মাঠে নিহতদের মধ্যে একই গ্রামের পিতা-পুত্রসহ ৪ জনের নামাজে জানাজা এক সাথে অনুষ্ঠিত হয়।
এরা হলো একই গ্রাম টুনিয়াঘরার হাবিবুর রহমান ও তার ৬ বছরের ছেলে তাওসি হোসেন, মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম, মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান। নিহত অপরজন উপজেলার জয়পুর গ্রামের জিয়াউর রহমানের নামাজে জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুরের বেগারিতলা বাজারে কাভার্ড ভ্যান চাপায় ৫ জনের মৃত্যু হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িতে বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ ছুটে যান এবং নামাজে জানাজায় অংশ নেন।
এসময় স্থানীয় এমপি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুছা, জামায়াত নেতা অ্যাড. গাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন এলাকা হতে নানা শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ।