খুলনা প্রতিনিধি
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সোমবার ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফি, খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নক্ষত্র যুব মানব কল্যাণ সংস্থার সভাপতি পাখি দত্তর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আল আমীন শরীফ, সজল আহামেদ, রানা।
আরও পড়ুন:বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে দু‘বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা