নিজস্ব প্রতিবেদক
হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ এক ডজন মামলার আসামি আল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দিয়েছেন। আসামি আল আমিন যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
কোতোয়ালি থানার এসআই আকতারুল ইসলাম জানিয়েছেন, গত ৪ মার্চ যশোর শহরের খড়কি হাজাম পাড়ায় হাফিজুর রহমানের কলাবাগানের মধ্যে বসে বোমা তৈরি করছিলো আল আমিনসহ বেশ কয়েকজন। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায় আসামিরা। এলাকার লোকজন চিনতে পারে বেশ কয়েকজনকে। এদের মধ্যে আল আমিনও ছিলো। গত শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন আলামিনকে ধাওয়া করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। দুইদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর পুলিশ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
