বিনোদন ডেস্ক
দুজন দুই প্রজন্মের অভিনেতা। দুজনের একজন আজিজুল হাকিম। একসময় টেলিভিশন পর্দায় ছিলেন নিয়মিত। তবে এখনো বিশেষ নাটক বা টেলিছবিতে দেখা যায় তাকে।
একসময় নায়ক হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করা আজিজুল হাকিমকে দেখা যায় কখনো বাবা বা বড় ভাইয়ের চরিত্রে। আরেকজন মুশফিক আর ফারহান। বর্তমানে টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তবে এবার এ দুজনকে এক করে নাটক নির্মাণ করলেন তরুণ পরিচালক মাহমুদুর রহমান হিমি। নাটকটির নাম ‘সম্পর্ক’।
কদিন আগে নাটকটির শুটিং হয়েছে উত্তরায়। এখানে বাবা ও ছেলের চরিত্রে দেখা যাবে আজিজুল হাকিম ও মুশফিক আর ফারহানকে। এই দুজনের গল্পে হাজির হবেন দুজন নায়িকাও। পরিচালকের ভাষায় তাদের দেখা যাবে অতিথি চরিত্রে।
নাটকটি সম্পর্কে পরিচালক হিমি বলেন, ‘এটি বাবা-ছেলের সম্পর্কের গল্প। সঙ্গে আছে দুই নায়িকা। এতটুকুতে স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা প্রেমের নাটকের একটি সাধারণ গল্প। তবে এই গল্প বেশ জটিল, বাবা-ছেলের রসায়ন নিয়ে এগিয়ে চলা। যেখানে বাবার চরিত্রে আজিজুল হাকিম আর ছেলের চরিত্রে মুশফিক আর ফারহানের গল্প দেখবেন দর্শক।
পরিচালকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন তাসদিক শাহরিয়ার ও ইব্রাহিম চৌধুরী আকিব। বাবা আর ছেলের এই গল্পে অতিথি চরিত্রে হাজির হবেন দুই নায়িকা কেয়া পায়েল ও সামিরা খান মাহি।
নির্মাতা মাহমুদুর রহমান হিমি আরও বলেন, ‘গল্পে চমক আছে সঙ্গে মজাও আছে। জোর দিয়ে বলতে পারি গল্পনির্ভর এই কাজটি দর্শক মনে নাড়া দেবে।
নাটকটি নিয়ে কথা হয় অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে। তিনি বলেন, ‘গল্পটি বেশ ভালো। ফারহানসহ সবাই বেশ ভালো করেছেন। আমিও অভিনয় করে আনন্দ পেয়েছি।
এদিকে মুশফিক আর ফারহান বলেন, ‘আমার জন্য অন্যরকম গল্প। সঙ্গে আজিজুল হাকিম ভাই ছিলেন। সব মিলিয়ে কাজটা বেশ ভালো হয়েছে। দর্শক বেশ পছন্দ করবে।
নাটকটির প্রযোজক সুজক কে শর্মা বলেন, ‘অনেক বড় বাজেটের নাটক এটি। আমরা চেষ্টা করেছি অন্যরকম গল্পে ভালো একটি নাটক তৈরির। আশা করছি আমাদের চেষ্টা সফল হবে।
তিনি জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পাশাপাশি এলবিসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন টেইলর সুইফট
