কল্যাণ ডেস্ক
রুশ অধিকৃত পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরের এক পরিবারের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) এই পরিবারের দুই শিশুসহ নয়জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার ২৭ অক্টোবর কাপকানেট পরিবারকে রুশ সেনারা হত্যা করেছে। কর্মকর্তাদের ধারণা, রুশ সেনাদের বাড়ি ছেড়ে না দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে।
এ দিকে রুশ তদন্তকারীরা বলছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা বলছেন, এরা সুদূর প্রাচ্যের রুশ সেনা।
ইউক্রেনের একজন কর্মকর্তা দিমিত্র লুবিনেটস সোমবার বলেন, এ হত্যাকাণ্ডে রাশিয়া জড়িত। টেলিগ্রামে তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে। পরিবারটি জন্মদিন পালন করছিল এবং চেচনিয়া দখলদারকে তাদের বাড়ি দিতে না চাওয়ায় তারা হত্যার শিকার হয়েছেন।
ইউক্রেন নিয়ন্ত্রিত ডনেস্কের প্রসিকিউটর কার্যালয় বলেছে, বাড়ি ছেড়ে দিতে না চাওয়ায় আর্মির পোশাক পরিহিত হামলাকারীরা পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে।