নিজস্ব প্রতিবেদক
রমজানের শেষ শুক্রবার সুবিধাবঞ্চিত মানুষের সাথে উদযাপনের জন্য বিশেষ আয়োজন করেছিলো আইডিয়া সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবকেরা। যশোরস্থ সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার আওতায় রমজান মাসব্যাপি সুবিধাবঞ্চিত মানুষের জন্য চলে নানাবিধ কার্যক্রম। তার মধ্যে একটি ‘আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প’। যার মাধ্যমে গত ৬ বছর ধরে প্রতি রোজায় ইফতারের আগ সময়ে আইডিয়ার স্বেচ্ছাসেবকরা ৫০০ লিটারের ট্যাংকিতে বিশুদ্ধ বরফ মিশ্রিত ঠান্ডা পানি বিতরণ করে শহরের খড়কী এলাকায়। বিনামূল্যে এই পানি সংগ্রহ করে এলাকার শ্রমজীবী, বস্তিবাসী, দোকানদার, মেসের শিক্ষার্থীসহ বহু মানুষ। জুমাতুল বিদা উপলক্ষে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণ দেওয়া হলো পুরো এলাকায়। ৫০০ লিটারের দুই ট্যাংকির একটিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, আরেকটিতে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণের মধ্য দিয়ে গতকাল শেষ হলো এই রমযানের পানি প্রকল্প।
অপরদিকে প্রায় শতাধিক মানুষের জন্য পোলাউ-মাংস দিয়ে ইফতারের আয়োজন করেছিলো আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক আয়োজন আইডিয়া ফ্রাইডে মিল রমজান মাসে আইডিয়া ফ্রাইডে ইফতার নামে পরিচালিত হয়। যেখানে প্রতি জুমার দিনে আইডিয়ান’রা ভালো মানের ইফতার পৌঁছে দেয় অনাহারী মানুষের কাছে। জুমাতুল বিদা উপলক্ষে আইডিয়ার ১৩০ তম সপ্তাহের ফ্রাইডে মিল তথা ফ্রাইডে ইফতারে দাওয়াত প্রাপ্ত ছিলো এতিম বাচ্চারা। পোলাউ-মাংস, ডিমের কোরমা, সালাদ, দই, খেজুর, শরবত সহ বাহারী খাবারের আয়োজনে সুসজ্জিত ছিল এই প্রাঙ্গণ। ইফতারে উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা এবং ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক বলেন, রমজান মাস জুড়েই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইডিয়ায় ভিন্ন ভিন্ন আয়োজন থাকে। তার মধ্যে অন্যতম দুইটি আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প এবং আইডিয়া ফ্রাইডে ইফতার। এখানে রমজান মাস জুড়ে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী সকল স্বেচ্ছাসেবক একত্রেই এই ভালো কাজ পরিচালনা করে, স্বেচ্ছাসেবা দেয়। অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয় রমজানে আইডিয়া প্রাঙ্গণে। আলহামদুলিল্লাহ এভাবেই রমযান পার হয় এই আঙিনায়।