নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে থানা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুলে হক লিকু, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আমির, জেলা সদস্য কামরুজ্জামান রাজেশ, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহ্বায়ক ফরিদা পারভীন, সদর থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন এ্যাড. আহাদ আলী লস্কর।
কর্মী সম্মেলনে শাহরিয়ার আমিরকে সভাপতি, অ্যাডভোকেট আহাদ আলী লস্করকে সম্পাদক ও বিশ্বজিৎ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সদর থানা কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান যশোর জেলা সহ-সম্পাদক কামরুল হক লিকু।