নিজস্ব প্রতিবেদক
২০২২ সালে মেহেরপুরের কাছে হেরে রানার্সআপ হয় যশোরের কিশোররা। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে পরের তিন আসরে সেমিফাইনালে যায়গা করে নেয় যশোর। তবে এ তিন বারের একবারও ফাইনালে যায়গা করে নিতে পারেনি। সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার ধারাবাহিকতা ধরে রেখে এবারও শেষ চারের বাধা কাটাতে পারেনি যশোরের উদীয়মান এ ক্রিকেটার।
সোমবার মাগুরা জেলা স্টেডিয়ামে যশোরকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সাতক্ষীরা জেলা। যশোরের করা ৬২ রান সাতক্ষীরা টপকে যায় ১৮৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। সর্বশেষ আসরেও সেমিফাইনালে সাতক্ষীরার কাছে হেরে বিদায় নেয় যশোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত আসরের হারের প্রতিশোধ নিয়ে সেমিফাইনালে যায়গা করে নেয় শামসুউদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক ফারহান সিদ্দিকী ফাহাদ। ব্যাট করতে নেমে সাতক্ষীরার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি যশোরের ব্যাটাররা। ছয় নম্বরে ব্যাট করতে নেমে রবিউল ইসলাম সর্বোচ্চ ১৯ রান করেন। রবিউলের ৬৭ বলের ইনিংসে ছিল তিন চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেছেন আবু সাঈদ। এর বাইরে আর কেউ দুই অঙ্গের কোটা স্পর্শ করতে পারেনি।
সাতক্ষীরার তামিম ইকবাল ৮ ওভার ২ বলে ৫টি মেডেনসহ ১৪ রানে ৫টি, আরবাজ ইসলাম, দীপন রায়, হাসিবুর রহমান ও তানভীর রহমান ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সময় নেয়নি সাতক্ষীরা। তারা ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সাতক্ষীরার দুই ওপেনার ফাহিম হাসান ও জুবায়ের হোসেন উভয় ২২ রান করেন। এসকে রুহান হোসেন অপরাজিত ১৩ ও রুহান হোসেন ৫ রান করেন।
যশোরের মাশফি মিরাজ ও তুর্য একটি করে উইকেট দখল করেন।
