ক্রীড়া ডেস্ক
এবারই শেষ আইপিএল মনে করে পুরো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের কথায় কর্ণপাত করেনি বিসিবি। তাকে ২৪ দিনের জন্য এনওসি দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বোর্ড। এবার জানা গেলো, আইপিএলের কোনও ম্যাচেই খেলবেন না সাকিব। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই খবর জানায়।
এ ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট কথা বলেছে সাকিবের সঙ্গে। জাতীয় দলের সঙ্গে ব্যস্ত সূচির কারণে এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রত্যাশিত সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন। কলকাতাও চাইছে তার স্থলাভিষিক্ত কাউকে নিতে।
কেকেআরের এক অফিসিয়াল জানিয়েছেন, ‘আইপিএল চলাকালে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকবেন সাকিব। তাই কেকেআর সাকিবের কাছে জানতে চেয়েছিল এই মৌসুমে তার বদলে অন্য কোনও খেলোয়াড়কে নিয়ে নিবো কি না। সাকিব রাজি হয়েছেন।’ শিগগিরই ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে যোগ করেছেন তিনি।
এর আগে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইপিএলের এনওসি না পাওয়া নিয়ে সাকিব বলেছিলেন, ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় থাকতে পারবো কি না। ওই সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে উল্লেখ ছিল আমাদের যখন আন্তর্জাতিক সূচি থাকবে, তখন বিসিবি অনুমোদন দেবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’
সাকিবের সঙ্গে একই দলে খেলার কথা লিটন দাসের। তার ব্যাপারে কোনও বক্তব্য দেননি ওই অফিসিয়াল। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে তার আইপিএলে যোগ দেওয়ার কথা। ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এনওসি পাচ্ছেন তিনি।
