পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
এবার হতদরিদ্র এক ব্যক্তির বসত ঘর নির্মাণ করে দিয়ে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাইকগাছার লস্কর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে নিরাপদ মন্ডলের একটি বসত ঘর নির্মাণ করে দেন। বুধবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে নবনির্মিত ঘরটি হতদরিদ্র নিরাপদ মন্ডলের কাছে হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, প্রশান্ত মন্ডল, দীপক মন্ডল, বিরাম মন্ডল ও উজ্জ্বল মন্ডল।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন ধরনের মানবিক কাজ করে আসছেন। এদিকে নতুন ঘর পেয়ে ইউপি চেয়ারম্যান তুহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতদরিদ্র নিরাপদ মন্ডল।