নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমএমসি ম্যাথ ক্লাব। এ সংগঠনের উদ্যোগে বুধবার সকালে যশোর কালেক্টরেট স্কুলে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের মধ্যে দিয়ে এমএমসি ম্যাথ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
কালেক্টরেট স্কুলের ম্যাথ অলিম্পিয়াডে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিজয়ীদের মধ্যে ১০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক হরে কৃষ্ণ দাস। ম্যাথ ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর কালেক্টর স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, গণিত হলো যুক্তিপূর্ণ শাখা, যা শুধুমাত্র যৌক্তিকতার উপর নির্ভরশীল। গণিত চর্চা করলে শিক্ষার্থীরা সুশৃংখল জীবনযাপন করতে অভ্যস্ত হয় এবং এটি তাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে।
ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং তাদের মধ্যে গণিতের আনন্দ ছড়িয়ে দেওয়া। ক্লাবটি একাডেমিক গণিতের পাশাপাশি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করবে এবং নিয়মিত গণিত ওয়ার্কশপ এবং অলিম্পিয়াডের আয়োজন করবে।
বিজয়ী শিক্ষার্থীরা জানায়, অতীতে আমাদের স্কুলে গণিত অলিম্পিয়াড হতো না। প্রথমবার এমএমসি এমন একটি আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণ করে আমাদের অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। যদি ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা হয়, তবে আমরা আরও ভালো করতে পারবো।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুরাইন, সহ-সভাপতি আমির সাজ্জাদ, রিয়াজুল হাসান, শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত আলী, তৃপ্তি খাতুন, আনিসুর রহমানসহ আরও অনেক ক্লাব সদস্য এবং শিক্ষকবৃন্দ।