নিজস্ব প্রতিবেদক
সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের ২৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটি ছিলো আবেগ, শ্রদ্ধা, আনন্দ ও গর্বের এক অনন্য মেলবন্ধন। সাজসজ্জা, ফটোসেশন, রঙ ছোঁয়া মুহূর্ত, স্মরণিকা ও ক্রেস্ট বিতরণ সবকিছু মিলিয়ে দিনটি হয়ে উঠেছিলো আবেগমিশ্রিত আনন্দঘন মুহূর্ত। ছেলে-মেয়েদের পরিহিত পাঞ্জাবি এবং শাড়িতে সজ্জিত দেখে মনে হচ্ছিলো কলেজ ক্যাম্পাসে নেমে এসেছিলো একটুকরা রঙ্গিন আসমান।
তাদের বন্ধুত্বের বন্ধন এবং একসাথে কাটানো চার বছরের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ক্যাম্পাসজুড়ে হয় অসাধারণ ফটোশুট, ড্রোন শট এবং অনুষ্ঠানের শেষে সাদা টি-শার্টে লেখা হয় মনের কথাগুলো ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিদায়ের গুঞ্জন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান রমা সাহা, অধ্যাপক অসীম কুমার দত্ত, বিভাগীয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের অন্তিমক্ষণে গণিত বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্পাদনায় এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় ‘অনন্তধারা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনন্তধারা বইয়ের সম্পাদনায় ছিলেন শাকিল আহমেদ, শেখ এজাজ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, রুবাইয়াত ইসলাম তৃপ্তি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিদ হাসান, রিয়াজুল ইসলাম, রনি হোসেন, সজীব সরকার, নাসিম রেজা, সুমাইয়া নুর কেয়া, দিয়া সাহা, সাদিয়া হাসান বিন্দু, হুসাইন আহমেদ, মামুনুর রহমান।
সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলো গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুসাইন আহমেদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাম্মিয়ারা মিতা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী শুয়াইব আহমেদ মেহেদী।