নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সেই সাথে অনুষ্ঠানে নতুন শিক্ষক পরিষদের অভিষেক ঘটেছে। এ উপলক্ষে বুধবার সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মিজানুর রহমান শিক্ষক পরিষদের নির্বাচনকে পালাবদলের অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি দেশের নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে বলেন, নেতাদের মত করে নির্বাচন করলে যেখানে যা ইচ্ছা তাই করা যাবে।
এদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় নোটের। কিন্তু কলেজের এই ভোট মেলায় পরিণত হয়েছে। অধ্যক্ষ আরও বলেন, মানুষ শব্দের আরেক অর্থ ব্যক্তি। ব্যক্তি থাকলে তো কথা হবেই। শেষটা যদি নামাতে পারেন ভালো মতো সেটাই সাফল্য। তিনি শিক্ষক সমাজের মধ্যে ঐক্য ও সহাবস্থানের উপর জোর দিয়ে বলেন, আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে কিন্তু মনান্তর না হলেই হবে।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক প্রফেসর হারুন অর রশীদ, সাবেক সম্পাদক প্রফেসর আক্তার হোসেন, প্রফেসর আব্দুল কাদের, প্রভাষক মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক মুকুল হায়দার।
আলোচনা শেষে নবনির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে অনুষ্ঠানে শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এছাড়া বিগত কমিটির নেতৃবৃন্দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।