নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হোস্টেল ফি এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। গতকাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা সেক্রেটারি কামরুজ্জামান বাপ্পি, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার এবং আকিব আনোয়ার।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমানে হোস্টেল ফি এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ে সময়মতো ফি প্রদান করতে পারছেন না। ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে ফি কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান ছাত্রদল নেতৃবৃন্দের স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবি সংক্রান্ত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।