নিজস্ব প্রতিবেদক
‘বেশি বেশি গাছ লাগাব; নির্মল বাতাসে শ্বাস নেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
কলেজ রোভার গ্রুপের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদ সম্পাদক ও বিভাগীয় প্রধান (প্রাণিবিদ্যা) প্রফেসর মদন কুমার সাহা প্রমুখ। এদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন ফলদ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
