নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম।
রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর রাজ্জাক, একই বিভাগের সহযোগী অধ্যাপক ভারতী রানী হালদার, সহকারী অধ্যাপক আহসান মাহমুদ, প্রভাষক মেহেদী হাসান প্রমুখ।
আলোচনার সভার মাঝে মাঝে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা রবীন্দ্রনাথে রচিত বিভিন্ন গান ও কবিতা আবৃতি করেন।
