নিজস্ব প্রতিবেদক
যশোর মধুসূদন তারা প্রসন্ন (এমএসটিপি) গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন চারতলা ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্যের উপর গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন করা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কারণে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু নির্মাণ করার কারণে যশোরের সাথে দেশের বিভিন্ন জেলার যোগাযোগ সহজ হয়েছে। আগামীতে যশোর হবে দেশের তৃতীয় অর্থনৈতিক জোন। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ডাক্তার মালিহা মান্নান, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পরিচালনা পরিষদের দাতা সদস্য মিজানুর রহমান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এ প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে বিজয়ী ১০২ জন ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
