নিজস্ব প্রতিবেদক
যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে (এমএসটিপি) আজ রোববার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে স্কুলের সুনাম বৃদ্ধি করতে হবে।

অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, যশোর কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফিরোজা খাতুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার এসএম আশিক আহমেদ।
অনুষ্ঠানে ২৫৪ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
