নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে জেলার ২৬টি কলেজের দেড় শতাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত হয়েছেন। অন্যদিকে মাদ্রাসার কামিল শিক্ষকরাও এমপিওভুক্ত হয়েছেন। দীর্ঘ ৩২ বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের বেসরকারি কলেজসমূহে পাঠদানে নিয়োজিত ৫ হাজার ৫’শ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়নি। দীর্ঘদিন ধরে জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য দীর্ঘ ৩২ বছর ধরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকার মাধ্যমে আমাদের দাবি জাানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ আমাদের দাবি বাস্তবায়নে এগিয়ে আসেননি। একই সাথে সম্প্রতি শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
জেলা কমিটির সভাপতি প্রভাষক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক বিপ্লব কুমার কুন্ডু, প্রভাষক রওশোনারা আরা পলি, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক ইকবাল হোসেন, প্রভাষক মোজাফ্ফর রহমান, প্রভাষক আক্তার হোসেন বাঙ্গালী, প্রভাষক লাকি রানী কাপুড়িয়া, প্রভাষক নাজমুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 
									 
					