নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হয়েছেন দুইজন।
তারা হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা এবং শিক্ষানুরাগী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। এ ছাড়াও পুনরায় সদস্য হয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
গতকাল সোমবার (২১ নভেম্বর) এবং গত ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগম কর্তৃক স্বাক্ষরিত পৃথক দুটি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতার অনুমোদনক্রমে ২১ নভেম্বরের স্বাক্ষরিত পত্রে মনোনীত সদস্যরা হলেন বৃহত্তর যশোর জেলার মধ্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
এদিকে গত ১৫ নভেম্বর স্বাক্ষরিত পত্রে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নাসের শাহরিয়ার জাহেদী সরকার কর্তৃক মনোনীত হয়েছেন। মনোনীত সদস্যদের আগামী তিন বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুর রশিদ অর্ণব বলেন, তিন বছরের জন্য সদস্যদের মনোনীত করা হয়েছে।
এর আগেও কাজী নাবিল আহমেদ রিজেন্ট বোর্ডের সদস্য ছিলেন। তবে একজন সংসদ সদস্যের পদ শূন্য ছিলো। এছাড়া আর কোন সদস্য নির্বাচিত হয়েছেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তিনি জানতে পারেননি।