নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির উদ্যোগে লেবুতলা ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, লেবুতলা বাজার ও আন্দোলপোতা বাজারে এই কম্বল বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।