নিজস্ব প্রতিবেদক
সোমবার বেলা ১১ টা। শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি। টাপুরটুপুর বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ক্যাম্পাসের কচি ঘাসগুলো। অন্যদিকে ব্যানার, ফেস্টুন ও রংবেরঙের বেলুন দিয়ে সাজানো কলেজের মিলনায়তন। এমন সময়ে নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীরা দল বেঁধে হাজির মিলনায়তনে। মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ারে বসে আছেন নবীন শিক্ষার্থীরা। মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভায় অংশ নিয়েছেন তারা। ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের আয়োজনে হয়েছে এই সভা।
এতে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। একই সাথে মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদকাসক্তদের কিভাবে চিকিৎসার আওতায় আনা যায় এবং মাদকগ্রহণের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং ছাত্র/ছাত্রীদের মাদকাসক্তির প্রতিরোধ গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে সেই সম্পর্কে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এসময় তিনি মাদকের ভয়াবহতা কীভাবে একটি মানুষের জীবন, পরিবার ধ্বংস করে দেয়, এর ভয়াবহতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, হতাশা, ক্ষোভ থেকেই মাদকের বিস্তার ঘটে জীবনে। তাই তোমাদের কোনোভাবেই কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া চলবে না। পড়াশোনায় ভালো করতে হলে অবশ্যই মনোযোগী হতে হবে। এর বিকল্প নেই। একইভাবে নিজের ভালো চিন্তাকে সব সময় প্রাধান্য দিতে হবে, নেতিবাচক চিন্তাকে পরিহার করার বুদ্ধি, কৌশল, শক্তি এবং মনোবল অটুট রাখতে হবে।
কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন। অনুষ্ঠান শেষে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নেয়। শপথ পড়ান কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যশোর সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম।