নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম কলেজ) ঈদ পুনর্মিলনী, শিক্ষক পরিষদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক পরিষদের নতুন নেতবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম, সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মদন কুমার সাহা। আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এইচএম মুরাদ হুসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ফারুক হোসেন। সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ভারতী রানী হালদার, বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান।