নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এম এম কলেজ) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২১ উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এমন সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, প্রফেসর আব্দুল কাদের, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক ইখতিয়ার উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মমিন। বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. আহসান হাবীব। এর আগে সকালে ক্যাম্পাসের প্রধান অতিথির নেতৃত্বে কৃতি শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিচিত্র ও বর্ণিল রূপধারণ করে ক্যাম্পাস। অনেকদিন পরে প্রিয় সহপাঠীদের পেয়ে আবেগতাড়িত ও উচ্ছ্বাসিত হয়ে উঠে শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর।
