জাহাঙ্গীর আলম
প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। ৩০ মে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব লাভ করেন।
প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ১৯৬৭ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাকইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম খিদির জোয়ার্দার ও নুরজাহান দম্পত্তির সন্তান।
তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৮২ সালে এসএসসি, একই বোর্ড থেকে ১৯৮৪ এইচএসসি এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ইতিহাসে বিএ (সম্মান), ১৯৯১ সালে এমএ ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৩ সালে ওই কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৬ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে, একই পদমর্যাদায় ২০১৩ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যোগদান করেন। ২০১৭ সালে সহযোগী অধ্যাপক হিসেবে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে, ২০১৮ সালে একই কলেজে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০২১ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে উপাধ্যক্ষ, ২০২৩ সালে এম এম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ ২০২৪ সালে এম এম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।