ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ এলজিইডির বিষয়খালির ১৮২০ মিটার দীর্ঘ সড়ক মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই রাস্তার কাজে ব্যবহৃত উপকরণাদি ইট, বালি নিম্ন মানের, কাজের সাইটে সাইনবোর্ড ব্যবহার না করাসহ, সর্বোপরি কাজের গুণগত মান নিম্নমানের হচ্ছে বলে এলাকাবাসির অভিযোগ।
চাঁদড়ায় বিছানোর (ম্যাকাডাম) জন্য রাখা বেশির ভাগ খোয়াই আমা ইটের। আবার খোয়ার সঙ্গে মাটিও লেগে রয়েছে। কাজের মান নিয়ে মোবাইল ফোনে প্রশ্ন করলে ঠিকাদার মিজানুর রহমান মাসুমের কাজ তদারককারী শিমুল এ বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে জান। সংশ্লি-ষ্ট দফতর থেকে জানা গেছে, ১৮২০ মিটার দীর্ঘ সড়ক মেরামতের কাজটি ২২-২৩% লেসে ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া কোটি টাকা।
ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, কাজটির গুণগত মান ঠিক রেখে যেকোন মূল্যে সম্পাদন করা হবে। যদি কোন খারাপ ইট ফেলানো হয় তবে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি খারাপ ইটগুলি উঠিয়ে দেয়ার জন্য ব্যবস্থা নিবেন। তবে সংশি¬ষ্টদের অনেকেরই দাবি অনেকগুলো ইটের মধ্যে কিছু খারাপ ইট চলে আসতে পারে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, আমি নিজে কাজ পরিদর্শন করেছি এবং ঠিকাদারের সাথে কথা বলেছি কোন প্রকার নিম্ন মানের উপকরণ ব্যবহার না করার জন্য।
রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় কাজের মান সন্তোষজনক প্রত্যাশা করেন এলাকাবাসী।