নিজস্ব প্রতিবেদক :
এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ায়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে টাকা ফেরত না দিয়ে নানা তালবাহনা করার অভিযোগে আবু জুবাইর তন্ময় নামে একজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আবু জুবাইর তন্ময় যশোরের উপশহর সি-৩৭ ব্লকের এম এম রেজার ছেলে। শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, একই এলাকার বাসিন্দা সাইফুজ্জামান সাজুর স্ত্রী মাহানুরা খাতুন। পুলিশ প্রতারক আবু জুবাইর তন্ময়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে তৌফিকুজ্জামান ২০২২ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছে। আবু জুবাইর তন্ময় তার ছেলের এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বলেছিলেন যশোর শিক্ষা বোর্ড অফিসের অফিসারদের সাথে তার সু-সম্পর্ক আছে। ২০২২ সালের পরীক্ষার্থীদের মধ্যে যারা ১৫ হাজার টাকা দিবে সে তাকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস পাওয়ায়ে দিবে। তন্ময়ের কথা বিশ^াস করে ছেলের এসএসসি পরীক্ষায় ফলাফল ভাল হওয়ার আশায় গত বছরের ১৪ আগস্ট ১৫ হাজার টাকা প্রদান করে। কিন্তু এ প্লাস না পাওয়ায় তন্ময়ের কাছে টাকা ফেরত চাইলে তালবাহনা করে।