যশোর শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৯৯টি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ১৩টি ভিজিলেন্স টিম গঠন করেছে বোর্ড।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, গঠিত ভিজিলেন্স টিমের সদস্যরা নির্ধারিত দিনে কেন্দ্রসমূহ পরিদর্শনের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, সমন্বয়কারী ভিজিলেন্স টিমের সদস্যগণকে পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনের দায়িত্ব বণ্টন করবেন। সদস্যগণ স্মার্টফোনের পরিবর্তে সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কক্ষে অহেতুক ঘোরাফেরা ও অযথা কথা বলা যাবে না। প্রশ্নফাঁস এবং কোনোরূপ অব্যবস্থা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক বা স্থানীয় প্রশাসনকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন মারফত অবগত করতে হবে। উল্লেখিত তারিখের পরীক্ষা পরিদর্শন শেষে পরিদর্শনরিপোর্ট একত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে দাখিল করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। এই বোর্ডে গত বছরের তুলনায় ২১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী।বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা হলো, বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ১৪৪ জন, মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮২ জন। গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।