নিজস্ব প্রতিবেদক
যশোর এক্স ক্রিকেটার আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইকেট কিপার ব্যাটার মিকাইল। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের নিজের প্রথম ম্যাচে দ্বিতীয় বলে শুন্য হাতে ফিরতে হয়। তবে শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন উপশহর ক্রিকেট একাডেমির হয়ে খেলা মিকাইল। মিকাইলের সেঞ্চুরিতে শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দলীয় দুইশ ছাড়ানো ইনিংসে দেখা পায় উপশহর ক্রিকেট একাডেমি। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ঢাকার টাইগার ক্রিকেট একাডেমিকে ১০৭ রানে গুটিয়ে দিয়ে বড় জয় পেয়েছে দলটি। ১২৫ রানে জয়টি ছিল উপশহর ক্রিকেট একাডেমির টানা দ্বিতীয় জয়।
উপশহরের ব্যাটিং ইনিংসে মিকাইল ৬টি চার ও ১০ ছয়ে ১০০, মামুন ১৬, বশির ছয়টি চার ও পাঁচটি ছয়ে ৭১ ও রয়েল সমান ৩টি চার ও ছয়ে করেন ৩৬ রান। বল হাতে টাইগার ক্রিকেট একাডেমির বায়জিদ দু’টি ও সোহেল খান নিয়েছেন একটি উইকেট।
ব্যাট হাতে টাইগার ক্রিকেট একাডেমির রাহুল ২৬, দাহির ১০, সোহেল খান ২৮ ও বায়জিদ করেন ১৮ রান। বল হাতে উপশহরের আজমান ৫ রানে তিনটি, নিলয় দু’টি এবং একটি করে উইকেট নিয়েছেন রয়েল, জুবায়ের, ইমন ও রাইসুল। এ মাচের সেরা খেলোয়াড় হয়েছেন মিকাইল।
এর আগে একই স্থানে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জয় তুলে নেয় এস এস ক্রিকেট একাডেমি। তারা মনিরামপুর ক্রিকেট একাডেমি ২৩ রানে পরাজিত করে। এটি এসএস ক্রিকেট একাডেমির দ্বিতীয় জয়। এ জয়ে আপাতত তারা দু’টি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়ে চার পয়েন্ট নিয়ে ‘ক’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি। তারা কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
‘খ’ গ্রুপে ধারাবাহিক দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে উপশহর ক্রিকেট একাডেমি। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পরাজিত হয়েছে টাইগার ক্রিকেট একাডেমি, ঢাকা।
সকালে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান করে এস এস ক্রিকেট একাডেমি। জবাবে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৫৯ রানে গুটিয়ে যায় মণিরামপুর ক্রিকেট একাডেমির দলগত ইনিংস। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের উদ্বোধনী ব্যাটার মিরাজ মামুন। তিনি ব্যাট হাতে ৪৮ রান করার পাশাপাশি নিয়েছেন দু’টি উইকেট।
এস এস ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে মিরাজ মামুন ৪৮, সুজন ২৭, সাদমান ইসলাম ৩৬, শেখ আকাশ ১৮ ও ফয়সাল ইমামী গোল্ড অপরাজিত ২২ রান করেন। বল হাতে মণিরামপুর ক্রিকেট একাডেমির নাজমুল তিনটি, ও সাদ্দাম নিয়েছেন একটি উইকেট।
মণিরামপুরের ব্যাটিং ইনিংসে বাদশাহ ১২, ফাহাদ ৩২, আরাফাত ২১, শাওন ৫২ ও আসিফ করেন ১৬ রান। বল হাতে এস এস ক্রিকেট একাডেমির সাদমান ইসলাম তিনটি, ফয়সাল ইমামী গোল্ড দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তামিম ও মিরাজ মামুন।