নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সোমবার দুপুর ১২ টায় শহরের দড়াটানা বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি হুমায়ন কবির কবু, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, এ্যাড মনিরুল ইসলাম মনির, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আতিকুর রহমান বাবু, সামির ইসলাম পিয়াস প্রমুখ।
এদিকে, পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেছেন। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, অন্যতম নেতা আজিজুল হক, এসএম ইউসুফ শাহিদ, সেলিম কবীর, রবিউল ইসলাম রবি, হাজী হাসান, জাকির হোসেন রাজীব, হালিমুল হক ফরাদ, আলী হোসেন, বাবুল, মিজানুর রহমান, ফিরোজ কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিয়ামত উল্লাহ প্রমুখ। শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবসহ নেতৃবৃন্দ।
