বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি শারীরিক ওজন বৃদ্ধির জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
আর তাই ছয় কেজি ওজন কমিয়ে চমকে দিলেন এ অভিনেত্রী।দীঘি একটি গণমাধ্যমকে জানান, গত জন্মদিনের আগে থেকেই ওজন কমানোর চেষ্টা করছিলাম।
সে সময় চার কেজি ওজন কমাতে সক্ষম হই। সম্প্রতি আরো দুই কেজি কমিয়েছি। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে।
তিনি আরো জানান, গত কয়েক মাসে যেখানেই গেছি, সেখানেই ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যে কারণে হয়তো পেরেছি। আর দুই কেজি কমানোর পর যে ওজন থাকবে, সেটা ধরে রাখলেই চলবে।
প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এ দেখা যাবে তাকে।
এছাড়াও খুব শিগগিরই আরটিভির ওয়েব সিরিজ ‘ফেরা’র কাজ শুরু করবেন তিনি। সুমন ধরের পরিচালনায় এতে তার সঙ্গে পর্দা শেয়ার করবেন ইয়াশ রোহান। এই ওয়েব সিরিজেই নতুন লুকে হাজির হবেন দীঘি।
আরও পড়ুন : পরিবারের সঙ্গে জন্মস্থানে অন্যরকম সাই পল্লবী
১ Comment
Pingback: বলিউডে গুঞ্জন ‘চুটিয়ে’ প্রেম করছে শানায়া - দৈনিক কল্যাণ