নিজস্ব প্রতিবেদক
পূর্বশত্রুতার কারণে যশোর শহরতলীর ঝুমঝুমপুরে শান্ত (১৬) নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাত করা হয়েছে। সে শহরের পূর্ববারান্দিপাড়া লিচুতলা নাথপাড়ার আলমগীর হোসেন ও জোসনা বেগমের ছেলে। এ ঘটনায় শান্তর মা জোসনা বেগম শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি অজ্ঞাতনামা দেখানো হয়েছে।
মামলায় জোসনা বেগম বলেছেন, তার ছেলে শান্ত ঝুমঝুমপুর শিল্পী গিফট কারখানায় নাইট ডিউটির কাজ করে। ১৯ জানুয়ারি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল যোগে ঝুমঝুমপুর করখানায় যাচ্ছিল। যাওয়ার সময় পথিমধ্যে ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে পাকা রাস্তার উপর পৌছালে পূর্ব শত্রুতার কারণে আসামিরা শান্তর গতিরোধ করে কিলঘুষি মারে। শান্তকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে ও পায়ের ডান উরুতে আসামিরা ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। শান্তর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। পথচারী ও স্থানীয়দের সহায়তায় আহত শান্তকে জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি মামলা করে।