নিজস্ব প্রতিবেদক
অভয়নগর থেকে যশোর টাউন হল মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে আসতে নিষেধ করা এবং প্রেমবাগ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। এই ব্যাপারে প্রেমবাগ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ, তার তিন ছেলে দ্বীন ইসলাম, বাবু ও জাহিদুল ইসলাম, ইউসুফ বিশ্বাসের ছেলে শাকিল আহম্মেদ, হাসেন বিশ্বাসের ছেলে রনি, শাহিদুলের ছেলে রিয়াজ ও বদিয়ার রহমানের ছেলে রাসেল।
বাদী অভিযোগে বলেছেন, তিনি প্রেমবাগ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গত ১৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিবের সমাবেশ ছিলো। ওই সমাবেশে যোগ করা থেকে বিরত থাকার জন্য সকল অভিযুক্ত সকলেই ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে জিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদীসহ তার দলীয় লোকজনদের হুমকি দেয়। ১৮ ফেব্রুয়ারি সমাবেশ শেষে বাড়ি ফেরার সময় একইদিন রাত সাড়ে ৯টার দিকে বিএনপি অফিসে হামলা করে। এসময় বাদীসহ কয়েকজনকে মারপিট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ বেশ কয়েকজনের ছবি ভাংচুর করে।
