মণিরামপুর (যশোর) প্রতিনিধি: গত ১৫ জানুয়ারি ভারতের বিকাশনগর কানপুরে ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশপি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। অনলাইন মধ্যমে বাংলাদেশসহ ৫টি দেশ অংশ নেয়। এরপর ৩১ জানুয়ারি ইয়োগা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সোবিত পান্ডে ফলাফল ঘোষণা করেন।
বাংলাদেশ থেকে ৪ জন স্বর্ণ, ৩ জন সিলভার এবং ২ জন তামা পদক লাভ করেন। এদের মধ্যে মণিরামপুর প্রতিভা বিদ্যানিকতনের কেজিতে পড়–য়া মানহা ইসলাম আরিশা স্বর্ণপদক অর্জন করেছে।
স্বর্ণপদক অর্জনের বিষয়টি আরিশার পিতা এজেড মারুফ-উল ইসলাম দিলশাদকে অবহিত করেন বাংলাদেশে অবস্থানরত ইয়োগা ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শরবোজিত চন্দ্রা সূত্রধর। তার এই গৌরব অর্জনে অভিভূত হয়ে গত ২ ফেব্রুয়ারি মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান আরিশাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। ইতিপূর্বে ঢাকায় অনুষ্ঠিত জুজুৎসু কারাতে প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থী আরিশা এবং তার মা রাবেয়া খাতুন মৌসুমি স্বর্ণপদক অর্জন করেন।