নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রাস্তা উদ্বোধন করেছেন।
সোমবার বিকালে ঘোপ মাঠপাড়া হতে গফুরের বাড়ি পর্যন্ত ১২০০ ফুট হেরিং বোন বন্ড রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, শহর যুবলীগের আহ্বায়ক মাহামুদুল হাসান মিলু, ওয়ার্ড যুবলীগ নেতা জেলা লাভলু হোসেন, ইউপি সদস্য শরিফা আক্তার, দেয়াড়া স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইনতাজ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।