কল্যাণ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং সরকার এটিই চায়।
তিনি বলেন, “আমরা জানি বিএনপি অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তারা যাই বলুক না কেনো।”
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাই আমরাও চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক।”
“সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। এজন্য তারা দেশের বিভিন্ন জায়গায় সরকারবিরোধী সমাবেশ করছে।” “আমাদের আশঙ্কা যে, বিএনপি আবারও অগ্নিসংযোগের সহিংসতায় সক্রিয় হতে পারে,” কাদের সতর্কবার্তা দিয়ে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপকে নস্যাৎ করা হবে।
২৪ ডিসেম্বর দলের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে এ বছর জাতীয় কাউন্সিল একদিনে শেষ করা হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সতর্ক করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামী দিনগুলোতে ক্রমবর্ধমান সংকট দেখা দিতে পারে। সেইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বংলাদেশের পরিস্থিতি অনেক ভালো।
ওবায়দুল কাদের আরও উল্লেখ করেন, সরকার আইএমএফ-এর ঋণ নিতে আগ্রহী, তবে অবশ্যই কোনো ‘কঠোর শর্তে’ নয়।
‘খেলা হবে’- কথাটিকে পলিটিক্যাল হিউমর হিসেবে উল্লেখ করে কাদের বলেন, দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল বাড়ানোর জন্যই স্লোগানটি ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: আয়েশি-বিলাসী প্রকল্প না নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর