অপেক্ষার প্রহর শেষ। ঘোষণা হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন। এ নিয়ে দলটির কার্যালয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল রোববার দুপুর থেকেই। সন্ধ্যায় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে। যারা মনোনয়ন পেয়েছেন, তাদের অনুসারীরা বের করেছেন আনন্দ মিছিল। তবে মন খারাপ বাদ পড়াদের। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ১১ এমপি এবার দলের মনোনয়ন পাননি।
রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ওবায়দুল কাদের। একে একে ঘোষণা করেন ২৯৮টি সংসদীয় আসনে নৌকার প্রার্থী।
খুলনা বিভাগের বাদ পড়েছেন
মেহেরপুর-২ মোহাম্মদ সাহিদুজ্জামান
ঝিনাইদহ-৩ মো. শফিকুল আজম খাঁন
যশোর-২ মো. নাসির উদ্দিন
যশোর-৪ রনজিত কুমার রায়
মাগুরা-১ মো. সাইফুজ্জামান
বাগেরহাট-৪ মো. আমিরুল আলম মিলন
খুলনা-১ পঞ্চানন বিশ্বাস
খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান
খুলনা-৬ মো. আক্তারুজ্জামান
সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি
সাতক্ষীরা-৪ এস. এম. জগলুল হায়দার।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ফলে ৩০০ আসনে গড়ে ১১ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে একজনকে। এরমধ্যে কুষ্টিয়া ২ এবং নারায়ণগঞ্জ ৫ আসনে প্রার্থী প্রকাশ করেনি আওয়ামী লীগ।