কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
কপিলমুনি বাজারের যমুনা ফিসের সত্ত্বাধিকারী চিত্ত রঞ্জন মন্ডলের কাছে কয়েকদিন দিন ধরে একটি চক্র মোবাইলে চাঁদা দাবি করে আসছিল। চিত্ত মন্ডল চাঁদা না দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারি রাতে ২০ লাখ টাকা দাবি করে ৫/৬ জন যুবক তার কাছে চিঠি দিয়ে আসে। চাঁদা না দিলে তাকে অপহরণের হুমকিও দেয়া হয় ওই চিঠিতে। এ ঘটনায় যমুনা ফিসের মালিক চিত্ত রঞ্জন মন্ডল বাদী হয়ে সোমবার থানায় কামাল নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা করেন। পুলিশ সোম ও মঙ্গলবার রাতে নাসিরপুর গ্রামের আক্কাস সানার ছেলে কামাল হোসেন (৩৭) ও মামুদকাটি গ্রামের মুনছুর আলীর ছেলে মুনমুন খাঁকে (৩২) নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করে। তারা পুলিশের কাছে চাঁদা দাবির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ঘটনায় জড়িত অন্যরা পলাতক রয়েছে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ধৃতদের বুধবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।