পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা থানার কুমিরা ইউপির ভৌগলিক এলাকায় কপোতাক্ষ নদে বস্ত্রহীন নাম-পরিচয় না জানা অজ্ঞাত ব্যক্তির ভাসোমান লাশ জোয়ারের পানিতে ভাসতে দেখে কুমিরা বারুইপাড়ার স্থানীয়রা ১৪ সকালে পুলিশকে জানায়। পাটকেলঘাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় তালা পাটকেলঘাটা সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমানকে লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, ভেসে আসা অজ্ঞাত ব্যক্তিটি বিকৃত অবস্থায় থাকায় মনে করছি নদের পানিতে লাশটি ২-৩দিন পড়ে ছিল। ধারণা করছি মৃতদেহটি সনাতন ধর্মের হতে পারে, তার বয়স আনুমানিক ৪৫ বছর।