নিজস্ব প্রতিবেদক
শহীদ স্মরণে জুলাই মাসজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা। যশোর জেলার চারজন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়। এর অংশ হিসেবে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ, বাদ আসর দোয়া মাহফিল এবং সন্ধ্যায় যশোরের ভৈরব চত্বরে “জুলাইয়ের স্মৃতি: সংগ্রাম ও আত্মত্যাগ” শীর্ষক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
যশোর জেলা এনসিপির সংগঠক মো. নুরুজ্জামান বলেন, “শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে দুই হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা, গ্রাফিতি ও দোয়া মাহফিল। দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ারের নেতৃত্বে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছে।”
কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার বলেন, অন্তরে জাগ্রত জুলাইকে আমরা মানুষের কাছে পৌছে দিতে চাই। বিপ্লবের যে ছাইচাপা আগুন আমাদের অন্তরে জ্বলছে তা যশোরের বিপ্লবী মানুষের অন্তরে দাবানল হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। জুলাই মাসব্যাপী এনসিপির সকল কর্মসূচিতে বরাবরের মতোই জনসাধারণের ব্যাপক আগ্রহ থাকবে সেই আশাবাদ তিনি ব্যক্ত করেন। এ কর্মসূচির মাধ্যমে দেশের ইতিহাস, আত্মত্যাগ ও আদর্শিক ভিত্তিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এনসিপির লক্ষ্য।