নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য, আজীবন বিপ্লবী বর্ষিয়ান কমিউনিস্ট নেতা মুক্তিযোদ্ধা জাকির হোসেন হবি আর নেই। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৫১ সালের ১৫ জানুয়ারী অভয়নগর উপজেলার চন্দ্রপুরে জন্ম গ্রহণ করেন। ১৩ ভাই বোনের ভিতর তিনি ২য় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি পুতি রাজনৈতিক বন্ধু, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজ আজ রোববার জোহর বাদ শংকরপুর স্কুল মাঠে (ঈদগাহ মাঠে) অনুষ্ঠিত হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুর ১২ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কার্যালয়ে মরদেহ রাখা হবে।
কমরেড হবি ১৯৬৭ সালে হাজী মুহাম্মদ মহসিন স্কুল থেকে ২য় বিভাগে মাধ্যমিক পাশ করেন। ৬৯ সালে বিএল কলেজ থেকে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মেডিকেল ও প্রকৌশল কলেজে ভর্তির সুযোগ পেয়েও পার্টি সিদ্ধান্তে বিএল কলেজে রসায়ন নিয়ে ভর্তি হন। ৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গ্রামে চন্দ্রপুরে যেয়ে পার্টির বাহিনীতে যুক্ত হন এবং সরাসরি প্রতিরোধ যুদ্ধে নিয়োজিত হন।