অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরের পায়রা ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে বিপুল পরিমাণ ওষুধ প্রদান করেছেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
শনিবার দুপুরে উপজেলার বারান্দি কমিউনিটি ক্লিনিকে এ ওষুধ হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য বিভাগের আমূল পরিবর্তন সাধন করেছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোশাররফ মোড়ল, সিএইচসিপি কামরুন্নাহার কনা, ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মরিয়ম বেগম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার দফাদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিকেলে চার নম্বর পায়রা ইউনিয়নের কালিশাকুল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এক আলোচনা সভায় যোগ দেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিনী দিলরুবা পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল আনন্দ হালদার, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয়, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রাজু বালা হালদার, কিশোর সরকার প্রমুখ।
