ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ও তুর্কিস্থান ফেন্ডস সংস্থার মানবিক অনুদান ভেন্টিলেশন সিস্টেম মেশিন পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল কোভিড-১৯ প্রতিরোধে আরোও একধাপ এগিয়ে গেল। রোববার দুপুর ১২টায় বাংলাদেশে নিযুক্ত তুর্কিস্থানের রাষ্ট্রদুত এইচই মোস্তফা উসমান তুরান ২টি ভেন্টিলেশন সিস্টেম মেশিন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাঈদ রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাঈদ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এম্বাসেডর রিপাবলিক অফ তুর্কি এইচই মোস্তফা উসমান তুরান।
তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগির সংখ্যা এবং মৃত্যুহারও অনেক কম। বাংলাদেশ সরকারের প্রশংসা করে তিনি বলেন, করোনা রোগিদের পাশে থাকতে তুরস্ক সরকার অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রদূত আরও বলেন, মুমূর্ষু রোগিসহ অন্যান্য বিষয়ে তুরস্ক সরকারের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জাহেদী ফাউন্ডেশনের কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, সদর সার্কেল এএসপি আবুল বাসার। এছাড়াও স্বাস্থ্য বিভাগ, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এ ভেন্টিলেশন মেশিনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের সুচিকিৎসা প্রদান করা সম্ভব হবে বলে জানান বক্তারা।