নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে নারীরাও। পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীরা প্রায় সমানভাবে অবদান রাখছেন। নারী মেধা ও যোগ্যতা দিয়ে ধাপে ধাপে এগিয়ে চলেছে। কর্মক্ষেত্রে তারা নিজেদের দক্ষতা ও কৃতিত্বের প্রমাণ দিচ্ছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পর্বত আরোহণ, খেলাধুলা সর্বক্ষেত্রে নারী তার দক্ষতা-যোগ্যতার প্রমাণ দিয়ে অর্থনৈতিক ক্ষমতায়নের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। গতকাল যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জেলা প্রশাসক।
সোমবার সকালে বিদ্যালয় আঙিনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সমাপনি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৪ শত ০৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম।
২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমপানীতে (পিএসসি) ৫০ জন ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) বৃত্তি পাওয়া ৪৮ জনের পাশাপাশি ২০২১-২২ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১০ জনকে সংবর্ধনা দেয়া হয়। এসব মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ।